Life Sketch of Program Director
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক, প্রোগ্রাম পরিচালক, সেসিপ ও মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা –এর জীবন বৃত্তান্ত
প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক ১৯৯৩ সালে বিসিএস) সাধারণ শিক্ষা) ক্যাডারে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি প্রফেসর হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যোগদান করেন। ২০০৮ সালে তিনি ৩য় গ্রেড লাভ করেন। দীর্ঘ সরকারি চাকুরি জীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি লিয়েনে সৌদি আরবে কিং খালিদ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ইংরেজির অধ্যাপক হিসেবে চাকুরি করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যোগদানের পূর্বে তিনি পরিচালক হিসেবে মাধ্যমিক ও উচচ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম এবং মহাপরিচালক হিসেবে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ কর্মরত ছিলেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফলিত ভাষাবিজ্ঞান ও ইংরেজি ভাষা শিক্ষাদান–এর উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর পিএইচডি পরবর্তী গবেষণার বিষয়বস্তু ও ছিল একই এবং উক্ত বিষয়ে তাঁর ১৫টি গবেষণা প্রবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি প্রায় ২০টিরও অধিক আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। নায়েম কর্তৃক পরিচালিত বুনিয়াদি প্রশিক্ষণ ছাড়াও তিনি দেশে বিদেশে বেশ কিছু প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বইসমুহ হচ্ছে: (১) বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্লেটো: দর্শন ও রাষ্ট্রচিন্তা, (২) তাঁর বই–অস্তিত্ববাদের স্রষ্টা সোরেন কিয়ের্কেগার্ড–প্রথম আলো কর্তৃক তরুণদের রচিত অন্যতম শ্রেষ্ঠ বই হিসেবে বিবেচিত হয়েছে, )৩ ( বৈজ্ঞানিক কল্প কাহিনী– দিবালোকে দুঃস্বপ্ন, )৪( মনোগ্রাফ দি মুরং: এন এথনিক মাইনোরিটি অব বাংলাদেশ এবং )৫( ইংলিশ গ্রামার এন্ড কম্পজিশন )জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক একাদশ–দ্বাদশ শ্রেণীর জন্য প্রকাশিত(।
Notice
সেসিপ-এর আওতায় কর্মরত একজন কর্মকর্তার অসাধারণ ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের অনুমতি প্রসঙ্গে (২৫৫৬)।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP)-এর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত।
সেসিপ-এর আওতায় কর্মরত একজন কর্মকর্তার অসাধারণ ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের অনুমতি প্রসঙ্গে (২৪৯৫)।
সেসিপ-এর আওতায় কর্মরত একজন কর্মকর্তার অসাধারণ ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের অনুমতি প্রসঙ্গে (২৪৮৫)।
২০২৪-২৫ অর্থ বছরের জুলাই-ডিসেম্বর ২০২৪ প্রান্তিকের প্রকৃত খরচের ব্যয় বিবরণী প্রেরণ প্রসঙ্গে।
সেসিপ-এর আওতায় কর্মরত একজন কর্মকর্তার অসাধারণ ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের অনুমতি প্রসঙ্গে (২৪৫৮)।
সেসিপ-এর আওতায় কর্মরত একজন কর্মকর্তার অসাধারণ ছুটি মঞ্জুর ও বিদেশ ভ্রমণের অনুমতি প্রসঙ্গে (২৪৪৫)।
Program Director’s Corner
Joint Program Director’s Corner
Copyright © 2015-2025 | Secondary Education Sector Investment Program (SESIP)